24
Nov
গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল পর্ব-০১
গ্রাফিক্স ডিজাইন কী ?
গ্রাফিক্স ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া যা ছবি, রং, স্পেস ও হরফের সমন্বয়ে দর্শকের সাথে দৃশ্যগত যোগাযোগ স্থাপন করে। গ্রিক Graphikos শব্দ হইতে গ্রাফিক্স শব্দটি এসেছে। যার অর্থ কোন পৃষ্ঠে রেখা টানা বা ড্রইং করা।গ্রাফিক্স অর্থ রেখার ভিত্তিতে কোন নকশা প্রণয়ন করা।যা পরবর্তীতে ছাপা বা প্রকাশের জন্য তৈরী করা হয়।
গ্রাফিক্স দুই প্রকার
1. Raster Graphics : Photoshop এর জন্য
2. Vector Graphics : Illustrator এর জন্য
গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রঃ
১) প্রিন্টিং।
২) ওয়েব।
৩) ইলেকট্রনিক মাধ্যম।
গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্র তিনটি ধারা কী কী তৈরী করা যায় সেটা সর্ম্পকে জানব।
১) প্রিন্টিং – পোষ্টার, বিলবোর্ড, বই, বিজনেস কার্ড ইত্যাদি।
২) ওয়েব – ওয়েব ব্যানার, ইন্টারফেস ডিজাইন ইত্যাদি।
৩) ইলেকট্রনিক মাধ্যম – নাটক, টিভি বিজ্ঞাপন, চলচ্চিত্র ইত্যাদি।